আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৯:৩১

শিক্ষকরা সমাজের পথ প্রর্দশক :: আবদুল বাতেন এমপি

 

নাগরপুর সংবাদদাতা:


শিক্ষকরা হচ্ছে সমাজের পথ প্রর্দশক। বর্তমান সরকার শিক্ষকদের সর্বাধিক গুরুত্ব দিয়েছেন, যাতে শিক্ষকরা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ২৬ হাজার শিক্ষকদের একবারে জাতীয় করণ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যেসব শিক্ষকরা জাতীয় করণের আওতায় নাই পর্যায়ক্রমে তাদেরও জাতীয় করণের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন নতুন বিদ্যালয় স্থাপন করে শিক্ষার মানকে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি এ সরকারের রয়েছে। বৃহস্পতিবার(২৯ মার্চ) বিকালে উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত স্মরণসভায় প্রধান অথিতির বক্তব্যে স্থানীয় সাংসদ আবদুল বাতেন এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার মানকে আরো বাড়ানোর লক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। তিনি দেশের সার্বিক উন্নয়ন ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
নাগরপুর উপজেলার পাঁচজন শিক্ষকের অকাল মৃত্যুতে আয়োজিত স্মরণসভায় উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আহসানুল কবীর মুকুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন, জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুলতান উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, ইউআরসি’র সহকারী প্রশিক্ষক মো. শাহআলম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno