আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ২:২৪

শীর্ষ ব্যবসায়ী নেতা আবুল কাশেমের ইন্তেকাল

 

দৃষ্টি নিউজ:

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার(১৭ জুলাই) সকাল পৌণে ১০ টার দিকে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।
তিনি প্রায় এক বছর যাবৎ লিভারে টিউমার সংক্রান্ত রোগে ভুগছিলেন। কাশেম তার জীবনের দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য কাজ করেছেন। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তার ভূমিকা উল্লেখযোগ্য। তিনি সার্ক চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। চেম্বার্স প্রেসিডেন্স কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন। টাঙ্গাইল বণিক সমিতি থেকে তিনি ব্যবসায়ী মহলে অবদান রাখতে শুরু করেন। টাঙ্গাইল চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রায় বাইশ বছর ওই চেম্বারের সভাপতি হিসেবে নেতৃত্ব দেন। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন। তার প্রথম নামাজে জানাযা মগবাজার রমনা থানা মসজিদে বাদ আছর অনুষ্ঠিত হয়।
তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বর্গা গ্রামে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno