আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ১১:১৩

সখীপুরে ভন্ডপীরের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের সখীপুর উপজেলার মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের প্রতিবাদে ভন্ডপীর আ. খালেককে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন। বুধবার(২৮ ফেব্রুয়ারি) মুক্তিযোদ্ধা সংসদ কাকড়াজান ইউনিয়ন কমান্ডার, মহানন্দপুর বণিক সমিতি, বঙ্গবন্ধু স্মৃতি সংঘ, টাঙ্গাইল জেলা ভ্যান শ্রমিক ইউনিয়ন মহানন্দপুর শাখা ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।               
বুধবার সকালে মহানন্দপুর বাজারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, কাকড়াজান ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মুস্তফা, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সালেহীন শান্তা প্রমুখ। বক্তারা ওই ন্যাক্কারজনক বলাৎকারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভন্ডপীর আ. খালেককে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
উলেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ভন্ডপীর আ. খালেক সখীপুর পৌর এলাকার নিজ বাসায় ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির একছাত্রকে(১২) নেশা জাতীয় দ্রব্য খাইয়ে বলাৎকার করেন।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno