আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ২:৫০

সখীপুরে ভোট কেন্দ্রে ইউপি সদস্যের মৃত্যু

 

দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সখীপুরে ভোট কেন্দ্রে এজেণ্ট হিসেবে দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আজহারুল ইসলাম রাজা(৪২) নামে এক ইউপি সদস্য (মেম্বার) মারা গেছেন। রোববার (৩১ মার্চ) সকালের দিকে উপজেলার যুগীরকোফা পূর্বপাড়া ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত রাজা উপজেলার বহেরাতৈল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি নৌকা প্রতীকের এজেণ্ট হিসেবে কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।
যুগীরকোফা পূর্বপাড়া ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পার্থ স্বারথী গোস্বামী বলেন, ভোট গ্রহণ শুরুর ঘণ্টাখানেক পরই ইউপি সদস্য আজহারুল ইসলাম কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান বলেন, ভোট কেন্দ্রে ‘স্ট্রোক’ করার পরই তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno