আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১০:৩৮

সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসমক্ষে তুলে ধরুন :: মোল্লা আবু কাওছার

 

দৃষ্টি নিউজ:


অাওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছার বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশকে বিশ্বে ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মহানুভবতার পরিচয় দিয়েছে। আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামীলীগ দেশের অভুতপূর্ব উন্নয়ন করেছে। সরকারের উন্নয়ন কার্মকান্ড গুলো জনসমক্ষে তুলে ধরতে হবে।
তৃণমূল নেতাকর্মীদের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরা যে কোন সংগঠনের প্রাণ ভোমরা। চারিদিকে একাদশ জাতীয় নির্বাচনের ঢেউ লেগেছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামি নির্বাচনে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শনিবার(৯ ডিসেম্বর) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
এরআগে কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন। সম্মাসিনত অতিথি ছিলেন, টাঙ্গাইল-৬(দেলদুয়ার-নাগরপুর) আসনের সাংসদ খন্দকার আব্দুল বাতেন।
দেলদুয়ার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারি, দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাক ডা. আব্দুস সালাম প্রামানিক, সদস্য শামসুজ্জামান পাশা, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শামসুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরণ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহ্সানুল ইসলাম টিটু, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno