আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৩:০৪

সরকার সর্বস্তরে নারীদের সমান সুযোগ সৃষ্টি করেছে

 

দৃষ্টি নিউজ:


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। তাই নারীদের ঘরের ভেতর বন্দি রেখে সত্যিকারের উন্নয়ন সম্ভভ নয়। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সর্বস্তরে নারীদের জন্য সমান সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ সুবিধার সৃষ্টি করে দিয়েছেন। বুধবার(১৪ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর উপজেলার ভাওড়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ভাওড়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু সাঈদ ভূইয়ার সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি বক্তা হিসেবে বক্তৃতা করেন, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম। সমাবেশ অন্যদের মধ্যে বক্তৃতা করেন, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno