আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ২:৩৮

সিরাজগঞ্জ র‌্যাবের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

‘সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১২)-এর উদ্যোগে সিরাজগঞ্জ শহরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

রোববার(৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক ও নিউ ঢাকা সড়কে র‌্যাব-১২’র অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম পিএসসি ওই কর্মসূচির উদ্বোধন করেন। সিরাজগঞ্জ র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আ. রউফ মুক্তা সিরাজী, র‌্যাব-১২’র সিপিএসসি’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপনের উদ্যোগ নিয়েছে র‌্যাব-১২।

এর অংশ হিসেবে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক ও নিউ ঢাকা সড়কের সবুজায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রকাশ, র‌্যাব-১২ সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও কুষ্টিয়া এ পাঁচটি জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে পাঁচ হাজার গাছের চারা রোপন করার উদ্যোগ নিয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno