দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের এনায়েতপুরস্থ বৈল্যাবাজারের পাশে অভিযান চালিয়ে ৯৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ লায়লা তালুকদার(৩৪) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। গ্রেপ্তারকৃত গৃহবধূ নওগাঁ জেলার মান্দা থানার পাঁজরভাঙ্গা গ্রামের মো. হবিবর রহমানের স্ত্রী। তিনি টাঙ্গাইলের গালা পশ্চিম পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।
টাঙ্গাইলে কর্মরত র্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে র্যাবের একটি চৌকশ দল সোমবার(৭ অক্টোবর) দিবাগত রাতে শহােরর বৈল্যাবাজারস্থ জনৈক মানিক মিয়ার বাড়ির পাশের রাস্তায় অভিযান চালায়।
এ সময় গৃহবধূ লায়লা তালুকদারকে ৯৭০পিস ইয়াবা ট্যাবলেট ও মোবাইল সহ গ্রেপ্তার করা হয়।
