দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুরে মাদক মামলায় রিপন তালুকদার নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(১১ অক্টোবর) রাতে পৌরসভার উপজেলা রোডের জেলখানা মোড় এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিপন তালুকদার উপজেলার মুচারিয়া পাথারপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে এবং গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় মাদক ব্যবসা চালাচ্ছিলেন।
সখীপুর উপজেলা যুবলীগের সভাপিত এমএ সবুর ও সাধারণ সম্পাদক আলমাস আজাদ জানান, গ্রেপ্তারকৃত গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদার মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকায় তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, রিপন তালুকদারের নামে মাদক মামলাসহ দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী।
