দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ডের কাছে মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) সকালে মহাসড়ক পাড় হতে গিয়ে বাস চাপায় আনছের হক(৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত আনছের কালিহাতী উপজেলার দেউপুর চকপাড়া গ্রামের মৃত মোমতাজ আলী সরকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) আইয়ুবুর রহমান জানান, মহাসড়কে সল্লা বাসস্ট্যান্ডের কাছে আনছের নামে ওই পথচারী মহাসড়ক পাড় হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার পরিবারের লোকজন এসে মরদেহটি নিয়ে গেছেন।
