
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর ভাসানী মার্কেটে রোববার(২৩ ফেব্রুয়ারি) জনতা ব্যাংক লিমিটেড রামপুর বাজার শাখার (৯১৫ তম শাখা) উদ্বোধন করা হয়েছে।
জনতা ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান খানের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারি। বিশেষ অতিথি ছিলেন, জনতা ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ এফএফ।
https://youtu.be/tArVlDcRqBc
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বল্লা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান চাঁন মাহমুদ পাকির, রামপুর ভাসানী মার্কেটের শিল্প ও বণিক সমিতির সভাপতি সেকান্দার আলী প্রমুখ।
পরে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করা হয়।
