
দৃষ্টি নিউজ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইল পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ন ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেছেন।
সোমবার(১৮ মে) সকালে শহরের ঢাকা রোডে আমিন বাজার এলাকায় দেড় শতাধিক মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও প্রতিবন্ধিদের মাঝে ওই ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রশিদ প্রমুখ।
প্রত্যেককে একটি মুরগী, এক কেজি কালোজিরা চাল, এক কেজি চিনি, দুই প্যাকেট সেমাই, দুধ, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ ও এক লিটার ভোজ্য তেল দেওয়া হয়।
