দৃষ্টি নিউজ:

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামির সমৃদ্ধশালী বাংলাদেশকে গড়ে তুলতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামি নির্বাচনের জন্য কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। কখনো তিনি অন্যায়ের কাছে আপস করেননি। রোববার(১৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকে সেই আপসহীন নেত্রী আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে বাংলাদেশ অভিভাবক হারিয়েছে। তাঁর মৃত্যুতে বিশাল জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে- বিশ্বের মানচিত্রে এতোবড় জানাজা ইতিপূর্বে কারো হয়নি। একজন ভালো মানুষের জানাজা নামাজে লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে তিনি মানুষের হৃদয়ের কতটা গভীরে স্থান করে নিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বিএনপির বিকল্প কোনো কিছু ভাবছে না। এই মুহূর্তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ।
টাঙ্গাইল জেলা খালেদা জিয়ার স্মৃতি সংসদের সভাপতি আমিনুর রহমান জনির সভাপতিত্বে ওই দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, টাঙ্গাইল জেলা খালেদা জিয়ার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হৃদয় সরকার অপু।
