আজ- ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ সোমবার  রাত ১:৪১

অজ্ঞাত নারীর মস্তকবিহীন খন্ডিত মরদেহ উদ্ধার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার বাহির শিমুল গ্রাামের ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মস্তকবিহীন খন্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকাল থেকে শনিবার(১৯ নভেম্বর) বিকাল পর্যন্ত পর্যন্ত একটি হাত, দুইটি পা, বুকের কিছু অংশ এবং পরনের কাপড় উদ্ধার করা হয়। মরদেহের মাথা ও একটি হাত উদ্ধারের জন্য পুলিশ এখনও ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।


টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আশরাফুল ইসলাম জানান, শুক্রবার বিকালে খবর পেয়ে ওই এলাকার একটি ধানক্ষেত থেকে প্রথমে দুটি পা ও একটি হাত উদ্ধার করা হয়। পরে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দেহের খন্ডিত কিছু অংশ উদ্ধার করা হয়।

দেহের বাকি অংশ উদ্ধারে ওই এলাকার ধানক্ষেতগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে। এরপর লাশ গুম করার জন্য টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno