দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইলে চুরি হওয়া অটোরিকশা সহ বৃহস্পতিবার(১৭ আগস্ট) গভীর রাতে মির্জাপুর থেকে তিন চোরসহ আটক করেছে হাইওয়ে পুলিশ। আটককৃতরা হচ্ছেন, ঘাটাইল উপজেলার নজুনবাগ গ্রামের আলিমুদ্দিনের ছেলে বিশা মিয়া (৩৮), গৌরিশ্বর গ্রামের সুমন (৩০) ও একই গ্রামের ওমর আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (৩৫)। গত তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, কয়েক দিন আগে ঘাটাইলের কুশারিয়া গ্রামের খোরশেদ আলমের বাড়ি থেকে একটি অটোরিকশা চুরি হয়। চুরিকৃত অটোরিকশাটি নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক দিয়ে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল। গভীর রাতে অটোরিকশাট দেখে মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের সন্দেহ হয় এবং অটোরিকশাসহ তিনজনকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ঘাটাইল থেকে অটোরিকশা চুরির ঘটনার কথা স্বীকার করে।
ঘাটাইল থানা পুলিশ খবর পেয়ে তিন চোরকে ঘাটাইল থানায় নিয়ে আসেন এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মীর মহি উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত বিশা মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ওর বিরুদ্ধে ঘাটাইল থানায় চুরি, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।