দৃষ্টি নিউজ:

করোনা ভাইরাসের প্রভাবে আসন্ন ঈদুল আযহায় কোরবানীর পশু কেনার জন্য অনলাইন পশুর হাট জনপ্রিয়তা পাচ্ছে। করোনা পরিস্থিতিতে এবারের কোরবানির পশু অনলাইনে বিকিকিনি করতে পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে নিরাপদে পশু কেনার পর জবাই করে মাংস পাওয়া যাবে হোম ডেলিভারিতেও। তেমনি কিছু অনলাইন প্ল্যাটফর্ম থেকে কীভাবে পশু কেনা যাবে তা জেনে নেওয়া যাক।
::ডিজিটাল হাট ডট নেট::
এবারই প্রথম অনেকটা সরকারি ব্যবস্থাপনায় অনলাইনে কেনা যাবে কোরবানির পশু। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং এক্সেস টু ইনফরমেশন (এটুআই) এর কারিগরি সহায়তায় ডিজিটাল হাট (www.digitalhaat.net) থেকে কেনা যাবে কোরবানির পশু।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সদস্য প্রতিষ্ঠানগুলো এখানে পশু বিক্রি করবে।
এখানে থেকে পশু কিনতে হলে ওয়েবসাইটে গিয়ে প্রথমে পশু বাছাই করতে হবে। পশুর জাত, রং, দাম এবং গ্রাহক ও বিক্রেতার অবস্থান অনুযায়ী কোরবানির পশু খোঁজা যাবে এখান থেকে।
পশু পছন্দ হলে মূল্য পরিশোধ করা যাবে ডিজিটাল হাটের ডিজিটাল পেমেন্ট মেথডে। চাইলে পশু জবাই করে, মাংস কেটেও হোম ডেলিভারি নেওয়া যাবে।
মাংস কাটার জন্য পশুর দামের ২৩ শতাংশ হারে এবং ঢাকায় হোম ডেলিভারি নিতে হলে আরও দেড় হাজার টাকা অতিরিক্ত মূল্য দিতে হবে।
সূত্র: বাংলানিউজ টুয়েন্টিফোরডটকম
