দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ‘আজ কাল ও আগামীর….’ স্লোগান নিয়ে ‘লৌহজং বিডি’ নামে আরও একটি অনলাইন নিউজ পোর্টাল আত্মপ্রকাশ করেছে।
সাংবাদিক মহব্বত হোসেনের সম্পাদনায় লৌহজং বিডি নিউজের পৃষ্টপোষকতায় রয়েছেন জাতীয় হকি তারকা আরিফুল হক প্রিন্স।
শুক্রবার(২ অক্টোবর) সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্তোরায় ‘লৌহজং বিডি’র মোড়ক উন্মোচন করেন, দৈনিক প্রথম আলো’র টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর।
এ সময় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও ডা. মো. সফিকুল ইসলাম সজীব, টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক টাঙ্গাইল প্রতিদিনের সম্পাদক মোস্তাক হোসেন,
জিটিভি’র টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমন, অনলাইন নিউজ পোর্টাল ‘খবর বাংলা টুয়েন্টি ফোর ডট কম’ সম্পাদক অলক কুমার দাস, টাঙ্গাইল জেলা মাইক্রোবাস কার
মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রিপন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শাহ আজিজ তালুকদার, রাসেল খান ও লৌহজং বিডি’র সহ-সম্পাদক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
