
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮০ লাখ টাকা মূল্যের দুটি এক্সেভেটর (ভেকু) জ্বালিয়ে ধংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপার নেতৃত্বে কালিহাতী উপজেলার এলেঙ্গাস্থ লৌহজং নদীর বাঁশি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ভেকু ধংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা বলেন, সরকার ও জনগণের স্বার্থ রক্ষায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত দুটি এক্সেভেটর ধংস করা হয়েছে। উত্তোলিত বালুগুলো রাষ্ট্রীয় সম্পদ।
এগুলো আমরা নিলামের মাধ্যমে বিক্রি করে কোষাগারে জমা দেওয়া হবে।
