আজ- মঙ্গলবার | ১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২ | রাত ১০:০৯
১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২
১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক, ১৪৩২

অসুস্থ বৃদ্ধের পাশে ঘাটাইলের মরিয়ম আক্তার

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. রোকন তালুকদারের বৃদ্ধ বাবা অসুস্থ হানিফ উদ্দিন তালুকদারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তার।
শুক্রবার(২২ ফেব্রুয়ারি) সকালে হানিফ উদ্দিন তালুকদার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কালিহাতী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হয়। শুক্রবার(২২ ফেব্রুয়ারি) সকালে সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে শুক্রবার দুপুরে মরিয়ম আক্তার ও তার স্বামী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সহ অন্যদের নিয়ে তাকে হাসপাতালে দেখতে যান। এ সময় তারা হানিফ উদ্দিন তালুকদারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য সার্বিক সহায়তার আশ্বাস দেন। পরে মরিয়ম আক্তার হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়ার অনুরোধ করেন।
ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তার জানান, এলাকার একজন মুরব্বীর অসুস্থতার খবর পেয়ে তিনি হাসপাতালে এসেছিলেন। তিনি হানিফ উদ্দিন তালুকদারের দ্রুত আরোগ্য কামনা করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়