আজ- রবিবার | ১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১ | ভোর ৫:৪৯
১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১
১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১

অহেতুক বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন :: সালাউদ্দিন টুকু

দৃষ্টি নিউজ:

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। দেশের নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন তারা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করছেন।

 

 

 

 

 

 

 

তিনি বলেন, ফ্যাসিবাদকে প্রশ্রয় দিতে বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা হলেই সার্বিক অব্যবস্থাপনা অনেকাংশে কমে আসার সম্ভাবনা রয়েছে। সোমবার(১০ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর খান বেনুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

 

জাতীয়তাবাদী যুব দল ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে। কাজেই সরকার নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে একটা দিক নির্দেশনা দিক।

 

 

 

 

 

 

 

 

সম্প্রতি শিশু আছিয়ার যৌন নিগ্রহের(ধর্ষণের) ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বতৃীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেনা। নির্বাচিত সরকার ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।

 

 

 

 

 

বীরমুক্তিযোদ্ধা হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের সভাপতি মাহমুদুল হক সানুর সভাপতিত্বে ওই স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়