আজ- শুক্রবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১ | সকাল ৮:১০
৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১
৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ, ১৪৩১

আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তারেক রহমান দেশে ফিরবেন :: আমীর খসরু মাহমুদ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন বিএনপি চেয়ার পারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই ত্যাগ বিফলে যাবে না। যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন।


তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ জন্য দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হবে। যার বাহক হচ্ছে নির্বাচন। যত কম সময়ের মধ্যে হোক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মালিকানা জনগণের মধ্যে ফিরিয়ে দিতে হবে।

শনিবার(১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন। পরে তিনি রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেন।


আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে গত ১৫-১৭ বছর যুদ্ধ করে অনেকে প্রাণ হারিয়েছে। গুমের শিকার হয়েছে, খুন হয়েছে, বাড়িঘর-ব্যবসা ও চাকরি হারিয়েছে। দেশটাকে যেভাবে লুটপাট করা হয়েছে, তার বিরুদ্ধেই মানুষ যুদ্ধ করেছে।


বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাজারের অবস্থা বহু বছর ধরে অস্বাভাবিক। মানুষ দারিদ্রসীমার অনেক নিচে চলে গেছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে, জীবনযাত্রার মান নেমে গেছে। এ ধারার পরিবর্তন করতে হলে সবাই মিলে কাজ করতে হবে।


তিনি বলেন, অন্তর্বর্তীকালিন সরকার জাতীয় ঐকমত্যে পরিণত হয়েছে- এ ব্যাপারে কারও দ্বিমত নাই।


এ সময় আমীর খসরুর সঙ্গে কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রউফ, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এসএম মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।


এরআগে শুক্রবার(১১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিন বিকালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের উচ্চপর্যায়ের কর্মকর্তারা টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকারী কূটনীতিকরা হচ্ছেন- ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস ও তাঁর স্ত্রী ইল্লানী অ্যালক্যানতারা ফেরেস, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মারিয়া স্ট্রিটসম্যান ও প্রথম সচিব জোহাননা মারটিনসন, নেপাল দূতাবাসের উপপ্রধান ললিতা সিলওয়াল ও দ্বিতীয় সচিব ওজানা বামজান এবং বিশ্বব্যাংকের কাণ্ট্রি ডিরেক্টর আব্দুল্লায়ে সেক ও তাঁর স্ত্রী হাদজা সাতা সেক।


প্রকাশ, এ বছর টাঙ্গাইলের ১২টি উপজেলায় এক হাজার ১০৪টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সদর উপজেলায় ২০১টি মণ্ডপে, বাসাইলে ৫১টি, সখীপুরে ২৮টি, মির্জাপুরে ২০৭টি, নাগরপুরে ১২৫টি, দেলদুয়ারে ১১৩টি, গোপালপুরে ৪৫টি, ভূঞাপুরে ৩২টি, কালিহাতীতে ১৫৬টি, ঘাটাইলে ৬২টি, মধুপুরে ৫২টি এবং ধনবাড়ীতে ৩২টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ১৩০৪টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়