দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ শিশু নিকেতন স্কুল পিএসসিতে শতভাগ পাস করে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।
স্কুলটি থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৪ জন, এ গ্রেড পেয়েছে ৭ জন, পাসের হার শতভাগ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহনকারীর মধ্যে ১০ জন বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছেন, সাদ আহম্মেদ সজীব, মারুফা আক্তার, লাম-ইয়া আক্তার, উম্মে কুলসুম ও মোহনা আফরিন মুন্নি। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছেন, শাহরিয়ার সাকিব সামি, অন্তরা বিশ্বাস, সানজিদা আক্তার, মোছা. তামান্না আক্তার ও মো. সজীব।
কালিহাতী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আউলিয়াবাদ শিশু নিকেতন মেধাক্রম অনুসারে দ্বিতীয় স্থান অধিকার করেছে। স্কুল কর্তৃপক্ষ জানায়, এ সফলতার পিছনে রয়েছে, সুদক্ষ পরিচলনা পরিষদ, অভিজ্ঞ অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকা, উন্নত পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের অধ্যবসায়, স্কুলের মনোরম পরিবেশ এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা।
আউলিয়াবাদ শিশু নিকেতন যুগের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে শিশু মননের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্য নিয়ে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।