দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর মিনি স্টেডিয়াম মাঠে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সাদপন্থিদের তিন দিন ব্যাপী জেলা ইজতেমা সম্পন্ন হয়েছে। রোববার(১০ নভেম্বর) দুপুরে কাকরাইলের মাওলানা মনির বিন ইউসুফ আখেরী মোনাজাত পরিচালনা করেন।
ইজতেমা পরিচালনা কমিটির সদস্য মো. শামীমুল ইসলাম জানান, জেলার ১২টি উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা জেলা ইজতেমায় অংশগ্রহল করেন। এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৯ জনের একটি প্রতিনিধি দল জেলা ইজতেমায় অংশ নেয়। আখেরী মোনাজাতে প্রায় ১০ হাজার মুসল্লি অংশ নেয়।
এরআগে গত শুক্রবার(৮ নভেম্বর) ফজরের নামাজের পর মাওলানা সৈয়দ আনিসুজ্জামানের বয়ানের মাধ্যমে জেলা ইজতেমার কার্যক্রম শুরু হয়।
জেলা ইজতেমাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। ইউনিফর্ম ছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।