আজ- রবিবার | ১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৭:১৫
১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২
১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ, ১৪৩২

আধুনিক জেলা হবে টাঙ্গাইল :: কৃষিমন্ত্রী

দৃষ্টি নিউজ:


কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ শুধু ভোট দেয়নি, গণরায় দিয়েছে। জনগণের এ রায়কে সম্মান জানিয়ে টাঙ্গাইলকে আধুনিক জেলায় পরিণত করা হবে। রোববার (২৭ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রীসহ টাঙ্গাইলের সাতজন সংসদ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধিত সংসদ সদস্যরা হচ্ছেন, টাঙ্গাইল-৮ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারি, টাঙ্গাইল-৬ (নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
কৃষিমন্ত্রী বলেন, আপনারা আমাদের বিপুল ভোটে জয়ী করেছেন। এখন আমাদের দায়িত্ব দেশের উন্নয়নের পাশাপাশি এই জেলার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা। আগামিতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে অর্থনৈতিক জোন, আধুনিক বাস টার্মিনাল, শিল্প সংস্কৃতি চর্চার জন্য আধুনিক মিলনায়তন, ঢাকা-টাঙ্গাইল রুটে আরও বেশি ট্রেন সার্ভিস চালুসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক সভাপতিত্ব করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ভিপি জোয়াহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ প্রমুখ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়