দৃষ্টি ডেস্ক:

মুম্বাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ৬ষ্ঠ ফিল্ম ফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড। সেখানে আনুশকা শর্মা, রাজকুমার রাও, আলিয়া ভাট, আংশুমান খুরানা, বরুন ধাওয়ানসহ বিভিন্ন বলিউড সেলিব্রেটিরা উপস্থিত ছিলেন। সেখানে ফ্যাশন নিয়ে সাংবাদিকদের বিভিন প্রশ্নের মুখোমুখি হন তিনি।
আনুশকার কাছে জানতে চাওয়া হয় ‘আপনার চোখে সবচেয়ে স্টাইলিশ অভিনেত্রী কে?’ এমন প্রশ্ন ছুড়ে দিলে তিনি বলেন, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, সোনম কাপুর। আর নায়কদের মধ্যে?
তখন আনুশকা সময় নিয়ে চিন্তা করে বলেন, রণবীর সিংহ। এছাড়া তার মতে রণবীর কাপুর হলেন ‘ইটারনালি স্টাইলিশ’!
যাদের নাম বললেন, বর্তমান বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারা সবাই আনুশকা শর্মার প্রতিযোগী। তবুও এই নামগুলোই আনুশকার চোখে সেরা ফ্যাশন আইকন।
