দৃষ্টি নিউজ:

বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ২০১৯-২০ কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ সভা আগামি শনিবার(৩০ নভেম্বর) টাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
সভায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত অফিসার্স ফেডারেশনের নেতারা উপস্থিত থাকবেন। সাধারণ সভায় অফিসারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ফেডারেশনের ৬দফা দাবি বাস্তবায়ন, ফেডারেশনের উপদেষ্টা পরিষদ গঠন এবং ফেডারেশনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে।
ফেডারেশনের ওই সভা বাস্তবায়নের লক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের এক সভা গত ২৫ নভেম্বর সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মফিজুল ইসলাম মজনুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাদাৎ আল-হারুন। সভায় সর্বসম্মতিক্রমে ৫টি উপ-কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এধরনের সভা এই প্রথম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফেডারেশনের পক্ষ থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
