আজ- মঙ্গলবার | ১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১ | রাত ২:৪৯
১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১
১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

আবারও দেশের হলে মুক্তি পেল তিন সিনেমা

দৃষ্টি বিনোদন:

প্রযোজক-পরিবেশক সমিতির নিয়ম অনুসারে উৎসব ছাড়া এক দিনে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না। তবে চলতি বছরের জানুয়ারিতে সেই নিয়ম ভেঙে একসঙ্গে মুক্তি পেয়েছিল তিনটি সিনেমা। বছর না ঘুরতে আবারও দেশের হলে একসঙ্গে মুক্তি পেল তিনটি সিনেমা। শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশের হলে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’, বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ ও শবনম পারভীনের ‘হুরমতি’।

 

 

 

 

 

 

২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করা হয়। ১৭ বছর পর ফারুকী ফিরছেন ৪২০-এর ডাবল আপ ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ নিয়ে।

 

 

 

 

 

এর কেন্দ্রীয় চরিত্রে আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, আশুতোষ সুজন প্রমুখ। সিনেমাটি দেশের ১৫টি হলে মুক্তি পেয়েছে।

 

 

 

 

 

এদিকে, সায়েন্স ফিকশন ও হরর ঘরানার সিনেমা ‘ডেঞ্জার জোন’ সিনেমার কাজ শুরু হয় প্রায় অর্ধযুগ আগে। সে সময় এর একটি ফার্স্টলুকও প্রকাশিত হয়। ২০১৯ সালে কাজ শেষ হলেও অজানা কারণে আলোর মুখ দেখেনি সিনেমাটি। অবশেষে দেশের ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ডেঞ্জার জোন।

 

 

 

 

 

 

 

 

 

 

বেলাল সানির পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও জলি রহমান। এতে আরও অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

অন্যদিকে, একইদিনে মুক্তি পেয়েছে সম্পূর্ণ কমেডি ঘরানার সিনেমা ‘হুরমতি’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনা করেছেন শবনম পারভীন। এ সিনেমাটি বানাতে বাবার কাছ থেকে পাওয়া চারতলা বাড়ি বিক্রি করেছেন তিনি। এবারই প্রথম নয়, আগেও পৈতৃক সম্পত্তি বিক্রি করে শবনম পারভীন প্রযোজনা করেছেন একাধিক সিনেমা।

 

 

 

 

 

 

হুরমতিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু, শ্রাবণ শাহ, সমাপ্তি মাশুক, সনি রহমান, নিলয়, অভি প্রমুখ।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়