দৃষ্টি নিউজ:

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আমান গ্রুপের পশুখাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(২২ অক্টোবর) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লেয়াকত সালমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।
র্যাব-১২ জানায়, স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার(মিডিয়া অফিসার) ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃতে স্পেশাল কোম্পানীর একটি দল উল্লাপাড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসাইনকে সঙ্গে নিয়ে আমান গ্রুপের পশুখাদ্য উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করে।
এ সময়ে পশু খাদ্যের বস্তার গায়ে মূল্য লেখা না থাকায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার এইচএম মোস্তাফিজুরকে(৪৫) আটক করা হয়।
পরে আটক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. লেয়াকত সালমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত এইচএম মোস্তাফিজুরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করেন।
