দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের আশিক নৃত্য অ্যাকাডেমির উদ্যোগে শহরের পার্ক বাজারে সাবেক পৌর মার্কেটের দ্বিতীয় তলায় সোমবার(১২ জুন) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ওই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। আশিক নৃত্য অ্যাকাডেমির উপদেষ্টা শফিকুল ইসলাম লেবুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নৃত্য অ্যাকাডেমির সাধারণ সম্পাদক মজনু মিয়া, তুষার মিয়া, শারমিন আক্তার, শারমিন বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, নৃত্য অ্যাকাডেমির পরিচালক আশিক বাবু।