আজ- রবিবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৫
২৬ মাঘ, ১৪৩১ | ভোর ৫:২২
৯ ফেব্রুয়ারি, ২০২৫
২৬ মাঘ, ১৪৩১
৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৬ মাঘ, ১৪৩১

আশেকপুরে পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকার জলাবদ্ধতা দূরীকরণে পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার(৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে স্থানীয় ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।


মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাধারণ সম্পাদক তাশদীদ রহমান শিহাব, স্থানীয় ওসমান গনি, স্কুলছাত্র মারুফুল ইসলাম প্রমুখ। এ সময় সংগঠনের সদস্য, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, প্রভাব খাটিয়ে ড্রেনের মুখ বন্ধ করায় বছর জুড়ে পানি নিষ্কাশিত না হওয়ায় পঁচা দুর্গন্ধ ও মশার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এতে প্রায় পাঁচ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুততম সময়ে জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়