
দৃষ্টি নিউজ:
‘সময়ের সাথে বদলাই- সচেতন হই, মাস্ক ব্যবহার করি’ এই স্লোগানে টাঙ্গাইল শহরের ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার(৮ জুলাই) দুপুরে মেসার্স মামুন মটরস্ আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শহরের পুরাতন বাস টার্মিনাল, গোডাউন ব্রিজ, আশেকপুর বেদে পল্লী সহ বিভিন্ন এলাকায় তিন শতাধিক মাস্ক বিতরণ ও মাস্ক সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।
https://youtu.be/4I3HhdqYF_0
এ সময় ইয়ামাহা রাইডার্স ক্লাব টাঙ্গাইলের অ্যাডমিন মিজান তালুকদার ও মডারেটর ইউসুফ আহম্মেদ শৈশব, টাঙ্গাইল ইয়ামাহা শো-রুমের পরিচালক মো..শামিম আল মামুন,
মিজান, তমাল, নিপু, আবির, সৌমিক, কবির, আব্দুল্লাহ সহ ইয়ামাহা অফিসিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
