দৃষ্টি নিউজ:

দেশে পবিত্র ঈদুল আযহা আগামিকাল শনিবার (১ আগস্ট) উদযাপিত হতে যাচ্ছে। এদিন রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস সূত্র জানায়, ঈদের দিন সারা দেশে ভারি বর্ষণের সম্ভাবনা কম। তবে ওই দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ২৭ জুলাই থেকে সারা দেশেই টানা হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।
কোথাও কোথাও ভারি বর্ষণও হচ্ছে। আগামিকাল শনিবার ঈদের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরিমাণে কম থাকবে।
