আজ- বুধবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৫
২৯ মাঘ, ১৪৩১ | সন্ধ্যা ৭:৩৬
১২ ফেব্রুয়ারি, ২০২৫
২৯ মাঘ, ১৪৩১
১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ, ১৪৩১

উচ্চ মূল্যস্ফীতি জনজীবনে অসহনীয় অবস্থা তৈরি করেছে :: জাকেরপার্টি

দৃষ্টি নিউজ:

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, উচ্চ মূল্যস্ফীতি জনজীবনে অসহনীয় অবস্থা তৈরি করেছে। সার্বিকভাবে খাদ্যের মূল্যস্ফীতি শতকরা ১২ ভাগের বেশি বেড়েছে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি জনজীবনে অস্থিরতা তৈরি করছে।

 

 

 

 

বাজারে পণ্যের এই অসহনীয় মূল্যবৃদ্ধি সত্যিকারার্থে জাতীয় রাজনীতির স্থিতিশীলতা এবং সংস্কার কার্যক্রমকে ব্যাহত করার মুখে ঠেলে দিয়েছে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। রোববার(১০ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে টাঙ্গাইলে জাকের পার্টির পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

 

 

 

 

তিনি বলেন, আজ নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে। সেজন্য দেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশে সকলের ধর্ম পালন করার অধিকার নিশ্চিত করতে হবে। কাউকে ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা আদৌ সমীচীন হবে না।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তিনি আরও বলেন, একটি সষ্ঠু এবং সুন্দর নির্বাচন ১৮ কোটি মানুষের একমাত্র চাওয়া। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ১৮ কোটি মানুষের ভোটের প্রতিফলন ঘটবে। সেই সংসদে গণমানুষের অধিকার এবং মর্যদার কথা বলা হবে।

 

 

 

 

 

 

টাঙ্গাইল পশ্চিম জেলা জাকের পার্টি সভাপতি এনানুল হক মঞ্জুর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, শ্রমিক ফ্রণ্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা পূর্ব জাকের পার্টির সভাপতি আব্দুল আজিজ খান অটল প্রমুখ।

 

 

 

 

 

 

 

সভায় জাকের পার্টির দুইটি সাংগঠনিক জেলা এবং পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়