দৃষ্টি নিউজ:

তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ কমসূচি ‘দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগনকে অবহতি ও সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রচার ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম’ এর আওতায় টাঙ্গাইল জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
https://youtu.be/ZUvACA3312g
প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
