দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রত্যন্ত এলাকা ঘোনারবন্দ গ্রামে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা কবলিতদের মাঝে দিনভর ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। শনিবার(২৬ আগস্ট) মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্ ও প.প.কর্মকর্তা ডা.মাহবুব আরেফিন রেজানূর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অাবাসিক চিকিৎসক ডা. মো. সাজ্জাত হোসেন শিমুলের তত্ত্বাবধানে ডেন্টাল সার্জন ডা.রফিকুল ইসলাম সহ একটি বিশেষজ্ঞ দল দিনভর চিকিৎসা সেবা প্রদান করেন।