
দৃষ্টি নিউজ:
করোনাভাইরাস নিয়ে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় দরিদ্রদের মাঝে এক মাসের সম্মানী ভাতা বিতরণের ঘোষণা দিয়েছেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি।
আগামি মঙ্গলবার(৩১ মার্চ) তাঁর নির্বাচনী এলাকা সখীপুর ও বাসাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্রদের মাঝে এ অর্থ বিতরণ করা হবে।
গণজমায়েত নিষিদ্ধ থাকায় ওই অর্থ বিতরণে স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতা নেওয়া হবে।
এ বিষয়ে অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি জানান, তাঁর প্রাপ্ত সম্মানী ভাতা থেকে এক লাখ ৫০ হাজার টাকা গরীব-দুঃখী হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হবে। একই সঙ্গে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে চলমান সঙ্কটে মানুষকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান।
এসময় তিনি দরিদ্রদের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।
