দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার টেঙ্গুরিয়াপাড়া গ্রামের এক বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. মোকলেছ মিয়া একটি বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী/দপ্তরি পদে চাকরি পেতে সমাজের সুধী মহল ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করেছেন। মঙ্গলবার(২ মে) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ওই আর্জি জানান।
সংবাদ সম্মেলনে টেঙ্গুরিয়াপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত শাহজাহান মিয়ার(গেজেট নং-০১১৮১০০৮৯১) ছেলে মো. মোকলেছ মিয়া জানান, বিগত ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি ৪৪নং টেঙ্গুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি/নিরাপত্তা প্রহরী পদে প্রার্থী হিসেবে পরীক্ষায় অংশ গ্রহন করে প্রথমস্থান অধিকার করেন। ওই পদে আবেদনকারী মোট তিন জনের মধ্যে দুইজনের সনদপত্রে ভুল থাকলেও একজনের আবেদন বাতিল করা হয়। অপরজনকে পরীক্ষায় দ্বিতীয় হিসেবে উত্তীর্ণ দেখানো হয়। পরে অজ্ঞাত কারণে প্রথম স্থান অধিকার করার পরও তাকে নিয়োগ না দিয়ে দ্বিতীয় উত্তীর্ণকে বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ দেওয়ার পায়তারা করছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার দরিদ্র সন্তান হওয়ায় চাকরিটি তার খুবই প্রয়োজন। কিছু অনিয়মের বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও বাসাইল উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করলেও তিনি কোন সুফল পাননি বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে চাকরিটি পেতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ ও সুধী মহলের দৃষ্টি আকর্ষন করেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।