আজ- বুধবার | ৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২ | দুপুর ২:০১
৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ, ১৪৩২

এনায়েতপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে মামলা

সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

চৌহালী প্রতিনিধি:

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন করা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন নিহতের ঘটনায় বিএনপির একাংশের শতাধিক নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার(২২ মার্চ) সকালে নিহতের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

 

 

 

 

 

 

 

মামলায় এনায়েতপুর থানা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মঞ্জু শিকদার, একই কমিটির যুগ্ম-আহ্বায়ক ও সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কালাম শিকদার, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক ফারুক শিকদার, থানা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ শিকদার, থানা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি জাবেদ আলী সহ ২৮ জনের নামোল্লেখ এবং ৮০-৯০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

 

 

 

 

 

 

দলীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৮ মার্চ) সাবেক এমপি মেজর (অব:) মঞ্জুর কাদেরের সমর্থকরা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে। কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সমর্থকরা তর্কবিতর্কে জড়ায়।

 

 

 

 

 

 

 

 

 

এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ৭জন নেতাকর্মী আহত হয়। তাদেরতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরদিন বুধবার(১৯ মার্চ) রাতে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুর কাদেরের সমর্থক সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের (২৮) মৃত্যু হয়। তিনি চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে এবং সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 

 

 

 

 

 

 

 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি, সাইদুল ও একই কমিটির সাবেক সদস্য সচিব মঞ্জু শিকদারের দলে থাকা সকল পদ স্থগিত করেছে জেলা বিএনপি। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

 

 

 

 

 

 

এনায়েতপুর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) রাজু কামাল বলেন, নিহতের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে শনিবার সকালে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ২৮জনের নামোল্লেখ ও বিএনপি একাংশের ৮০-৯০জন অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশি অভিযান চলছে।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়