দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনিরের আশু সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাবের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
ভূঞাপুর প্রেসক্লাব আয়োজিত দোয়া মাহফিলে প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল
ইসলাম বাবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আলীম আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খান, সাংবাদিক আখতার হোসেন খান, মো. আতোয়ার রহমান তালুকদার মিন্টু, শফিকুল ইসলাম শাহীন, কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার (২১ সেপ্টেম্বর) এমটি তানভীর হাসান ছোট মনিরের করোনা(কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
