দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে অসহায় বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন খন্দকার মমতা হেনা লাভলী এমপি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার(২৫ আগস্ট) বিকালে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন খন্দকার মমতা হেনা লাভলী এমপি’র ভাই ও টাঙ্গাইল রাইফেল ক্লাবের সদস্য মাহফুজুর রহমান, কাতুলী ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন প্রমুখ।
এ সময় প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, দুই কেজি চিড়া, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক লিটার তেল, এক কেজি ডাল ও তিন প্যাকেট নুডলস বিতরণ করা হয়।
