
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল ইত্যাদি।
কর্মসূচি পালনে টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. গোলাম আজম, সিনিয়র সহকারী প্রকৌশলী ফজলুর রহমান, সহকারী প্রকৌশলী মৌসুমী রায়, কাজী ফাত্তাউর রহমান, মো. সাইফুল ইসলাম, আজিম সরদার, নাভেদ ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আ. মান্নান, মোস্তাফিজুর রহমান, উচ্চমান সহকারী সনাতন পাল, বিপ্লব, আজিজ, কামরুল হাসান, মাহবুব, সোহাগ, রাসেল, সুজন প্রমুখ অংশ গ্রহন করেন।
