আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | রাত ১০:৫১
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

এলজিইডি’র ১৮ মাসের কাজ চার বছরেও শেষ হয়নি

দৃষ্টি নিউজ:

dristy.tv pi-12
টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলার সংযোগ সড়কের বংশাই নদীর ওপর খোলাঘাটা সেতু নির্মাণের কার্যাদেশ পাওয়ার ১৮ মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা থাকলেও চার বছরে ওই সেতুর ৬০ ভাগ কাজও শেষ হয়নি। সেতুটির নির্মাণ কাজ যথাসময়ে শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে ওই এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় এলজিইডি অফিস সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের খোলাঘাটা এলাকায় বংশাই নদীর ওপর ৯০ মিটার দৈর্ঘের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ৪ কোটি ৬১ লাখ ৯৫ হাজার টাকা। মেসার্স রহমান কনস্ট্রাকশন নামীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেতুটি নির্মাণের জন্য ২০১৩ সালের ২৬ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশে ঠিকাদারকে ১৮ মাস সময় বেধে দিলেও ধীরগতির কারণে ওই সময় সীমার মধ্যে মাত্র ৩০ ভাগ কাজ শেষ হয়। এরপর কয়েকবার ওই ঠিকাদারি প্রতিষ্ঠান সময় বাড়িয়ে নিলেও প্রায় চার বছরেও ওই সেতুর ৬০ ভাগ নির্মাণ কাজ শেষ করতে পারেনি।
সরেজমিন গিয়ে দেখা যায়, মাত্র কয়েকজন শ্রমিক কাজ করছে। এ সময় আ. কাদের নামে  এক শ্রমিক বলেন, যেভাবে কাজ চলছে এভাবে চলতে থাকলে কাজটি শেষ হতে আরো দু’বছর লেগে  যাবে।
দাড়িয়াপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাইফুল ইসলাম শামীম বলেন, চার বছর আগে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। এতদিনেও ওই সেতুর ৬০ ভাগ কাজও শেষ হয়নি। তিনি  জানান, সেতুটি নির্মিত হলে দুটি উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াত সুবিধা হবে। বর্ষাকালে খেয়া নৌকা দিয়ে এপার-ওপার পাড় হতে দুই উপজেলাবাসীর মালামাল বা পণ্য পরিবহনে কয়েক কিলোমিটার ঘুরে যেতে-আসতে হয়।
স্থানীয় বাসিন্দা ছানোয়ার হোসেন বলেন, সেতুটির কাজ শুরু থেকেই ঢিলেঢালা ভাবে  চলছে। নির্মাণ শ্রমিকরা একদিন কাজ করলে বাকী ছয়দিনই আর খবর থাকেনা।
কাজের ধীরগতির ব্যাপারে মেসার্স রহমান কনস্ট্রাকশন এর প্রতিনিধি নজরুল ইসলাম মুঠোফোনে জানান, খুব দ্রুত সময়ের মধ্যেই সেতুটির নির্মাণ কাজ শেষ করা হবে।
সখীপুর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ জানান, নির্ধারিত সময়ের মধ্যে সেতু কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। কবে নাগাদ ওই সেতুর নির্মাণ কাজ শেষ হবে এ বিষয়ে তিনিও কোনো সদুত্তর দিতে পারেনি।
এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, সেতুটি নির্মাণে ঠিকাদারকে চলতি বছরের জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়