আজ- বৃহস্পতিবার | ১৯ জুন, ২০২৫
৫ আষাঢ়, ১৪৩২ | বিকাল ৪:৩৭
১৯ জুন, ২০২৫
৫ আষাঢ়, ১৪৩২
১৯ জুন, ২০২৫, ৫ আষাঢ়, ১৪৩২

এলেঙ্গায় মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তি অনুষ্ঠিত

এলেঙ্গা প্রতিনিধি:

টাঙ্গাইলের এলেঙ্গায় লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কলেজ আঙ্গিনায় আয়োজিত নানা কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক ইত্যাদি। এদিন রজতজয়ন্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন, কলেজের প্রতিষ্ঠাতা লুমান গ্রুপের চেয়ারম্যান লুৎফর রহমান মতিন।

 

 

 

 

 

 

 

লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের সভাপতি মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এলেঙ্গা পৌর প্রসাশক মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া ও দাতা সদস্য সেকান্দর আলী লেবু।

 

 

 

 

 

 

 

 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা অধ্যক্ষ পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান কবীর, এলেঙ্গা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক হিরো, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুর ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক কাশিনাথ মজুমদার পিংকু।

 

 

 

 

 

 

উল্লেখ্য, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এদিন সকালে অনুষ্ঠিত র‌্যালিতে অংশগ্রহণ করে এবং টমটম গাড়িতে ফটোসেশন সহ নতুন-পুরাতন শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সুধীরা বর্ণিল উৎসব-আনন্দে মেতে ওঠেন।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়