আজ- শনিবার | ২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১ | ভোর ৫:০১
২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১
২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ, ১৪৩১

এলেঙ্গায় অপরিকল্পিত পানি নিস্কাশনে শহর রক্ষাবাঁধসহ বাড়িঘর হুমকিতে!

দৃষ্টি নিউজ:

dristy.tv pi-82টাঙ্গাইলের উপ-শহর খ্যাত এলেঙ্গা পৌর শহরে অপরিকল্পিত পানি নিস্কাশনের কারণে পৌর এলাকার ৬টি বাড়ি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে এলেঙ্গা উত্তর পাড়া সামাজিক গোরস্থান ও শহররক্ষা বাঁধসহ শতাধিক বাড়িঘর।
সরেজমিনে দেখা যায়, কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার বাসষ্ট্যান্ডসহ পুরো এলাকার পানি বাজার ও এলেঙ্গা উত্তর পাড়ার মধ্যদিয়ে অপরিকল্পিতভাবে লৌহজং নদীতে পানি নিস্কাশন করা হচ্ছে। ফলে পানির তোড়ে ইতোমধ্যে এলেঙ্গা উত্তর পাড়ার মাসুদ মিয়া, বক্কর হোসেন, দানেজ খা, জহুরুল ইসলাম, মতিয়ার খা ও জুয়েলের বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উত্তর পাড়া সামাজিক গোরস্থানটিতেও ভাঙন শুরু হয়েছে। নদী থেকে ভাঙতে ভাঙতে মূল শহরের দিকে এগিয়ে আসছে। এভাবে পানি নিস্কাশিত হলে যে কোন সময় মোতালেব ও বারেক খা’র বাড়ি ভাঙনের শিকার হবে। ওই দুটি বাড়ির পরেই এলেঙ্গা পৌরশহর রক্ষাবাঁধ। চরম হুককির মুখে রয়েছে শহর রক্ষাবাঁধ, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়সহ শতাধিক বাড়িঘর।
স্থানীয়রা পৌর মেয়র মো. শাফী খানকে বিষয়টি অবগত করলেও তিনি যথাযথ ব্যবস্থা গ্রহন করেননি বলে অভিযোগ ভুক্তভোগিদের।
পানির তোড়ে ভেঙে যাওয়া বাড়ির মালিক বক্কর মিয়া জানান, অবিলম্বে ব্যবস্থা না নিলে আমরা আরো ক্ষতিগ্রস্থ হবো। গোরস্থানটিও ভেঙে যাবে। স্থানীয় যুবক শরিফ মিয়া বলেন, পানি নিস্কাশনের জন্য বিকল্প রাস্তা বা খালের মধ্যে পাইপ বসালে ভাঙন ঠেকানো সম্ভব।
এলেঙ্গা পৌরসভার মেয়র মো. শাফী খান জানান, সমস্যাটি সমাধানের জন্য ইতোমধ্যে ২০জন শ্রমিক লাগিয়ে দেওয়া হয়েছে। ভিন্ন জায়গা দিয়ে পানি নিস্কাশনেরও চেষ্টা করা হচ্ছে। তাছাড়া বালি দিয়ে ভরাটের জন্য মূলত বাড়ি-ঘরের ভাঙনের মাত্রাটা একটু বেশি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়