
দৃষ্টি নিউজ:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এলেঙ্গা শাখার উদ্যোগে বুধবার(১৫ মে) ‘সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও টাঙ্গাইল শাখা প্রধান একেএম দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, এলেঙ্গা বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতি সানোয়ার হোসাইন সাইফী। বিশেষ অতিথি ছিলেন, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অপারেশন্স ম্যানেজার এটিএম সারোয়ার হোসাইন।
