আজ- শনিবার | ১৫ নভেম্বর, ২০২৫
৩০ কার্তিক, ১৪৩২ | রাত ১২:১৩
১৫ নভেম্বর, ২০২৫
৩০ কার্তিক, ১৪৩২
১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক, ১৪৩২

এলেঙ্গায় কর্মহীনদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন যুবলীগ নেতা

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ-আলম মোল্লা।

শুক্রবার(১০ এপ্রিল) তিনি দুই শতাধিক কর্মহীনের ঘরে ঘরে ভ্যানযোগে পাঁচ কেজি চাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু ও একটি করে সাবান পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর-এ-আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা প্রমুখ।

এ বিষয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা বলেন, করোনা ভাইরাসের কারণে দেশে যে সংকট তৈরি হয়েছে তা মোকাবেলায় সরকারের পাশাপাশি তারাও অংশ গ্রহন করছেন। এ সংকট মোকাবেলায় যার যার অবস্থান থেকে সকলের এগিয়ে আসা উচিত। খাদ্যসামগ্রী পেয়ে নিম্ন আয়ের মানুষগুলো সন্তোষ এবং উদ্যোক্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়