দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গায় ‘গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগার’ নামে একটি নতুন গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়েছে।
বৃহস্পতিবার(৭ নভেম্বর) কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মশাজানে অনারম্বর অনুষ্ঠানে ওই গ্রন্থাগারের উদ্বোধন করেন, প্রয়াত গোপীনাথ মজুমদারের সহধর্মিনী অবসরপ্রাপ্ত শিক্ষক মমতা মজুমদার।
এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং শিক্ষা ও সমাজ হিতৈষী প্রয়াত গোপীনাথ মজুমদারের স্মৃতিকে ধরে রেখে সমাজে জ্ঞানের আলো ছড়িতে দিতে তার একমাত্র পুত্র ছড়াকার ও কলেজ শিক্ষক কাশীনাথ মজুমদার পিংকু গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করেন।
প্রকাশ, প্রয়াত শিক্ষাব্রতী গোপীনাথ মজুমদার জীবদ্দশায় সততা ও নিষ্ঠার সাথে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং চিকিৎসালয় প্রতিষ্ঠা করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন।