দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় নদীতীরে ঘুড়ি উড়াতে গিয়ে নিখোঁজ ভ্যান-রিকশা চালক মজিবর রহমানের(৪০) অর্ধগলিত মরদেহ ঝিনাই নদীর বাসাইল উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(২৪ জুলাই) বিকালে ঝিনাই নদীর বাসাইল উপজেলার আদাজান ব্রিজের কাছ থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশিদ জানান, নিহত মজিবর রহমান ময়মনসিংহের ভালুকা উপজেলার রামপুর গ্রামের শামছুদ্দিন ফকিরের ছেলে।
তিনি জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ঈদগাহ মাঠ এলাকায় ভাড়া বাসায় থেকে ভ্যান-রিকশা চালাতেন।
ওসি আরও জানান, গত ১৯ জুলাই মজিবর রহমান কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার নদীর তীরে ঘুড়ি ওড়াচ্ছিলেন। এ সময় ঘুড়িটি নদীতে পড়ে যায়।
পরে তিনি ঘুড়ি উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে দু’দিন চেষ্টা করে ব্যর্থ হয়।
মরদেহটি নদীর পানিতে ভেসে শুক্রবার বিকালে বাসাইল উপজেলার আদাজান ব্রিজের কাছে এসে আটকে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
