
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার বাঁশী মাদ্রাসা প্রাঙ্গণে দক্ষিণ আফ্রিকা প্রবাসী হাবিবুর রহমান সিদ্দিকী লিটনের অর্থায়নে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার(২৯ এপ্রিল) দুপুরে ওই এলাকার চার শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আটা, চিনি, তেল, আলু ইত্যাদি বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) রাসেল মনির, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, কাউন্সিলর মুক্তার আলী, সাবেক মেম্বার আক্কেল মাহমুদ, শ্রমিক নেতা আনোয়ার হোসেন বাদল, মিনহাজ উদ্দিন, এলেঙ্গা বাজার বণিক সমিতির
সাধারণ সম্পাদক দুলাল হোসেন, অ্যাডভোকেট আজগর আলী, সমাজসেবক আবু তালেব, বুরো বাংলাদেশের শাখা ব্যবস্থাপক ওয়ারেছুল ইসলাম প্রমুখ।
