আজ- মঙ্গলবার | ১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২ | রাত ১০:০৭
১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২
১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক, ১৪৩২

এলেঙ্গায় যানজট নিরসনে মতবিনিময় সভা

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে এলেঙ্গার যানজট নিরসনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর ) সকালে এলেঙ্গা রিসোর্টের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এলেঙ্গা সার্কেল) রাসেল মনির, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন, বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আয়ুবুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি শওকত জং, সাধারণ সম্পাদক শরীফ হাজারী, এলেঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ-আলম মোল্লা প্রমুখ।

এসময় সড়ক ও জনপথ বিভাগের কমকর্তা, এলেঙ্গা যানবাহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা এলেঙ্গার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করেন। বিশেষ করে নির্দিষ্ট স্থানে যাত্রী উঠানামা করা, মহাসড়কে ট্রাক না রাখা ইত্যাদি।

উল্লেখ্য, সড়ক ও জনপথ বিভাগের অধীনে এলেঙ্গায় ৩০০মিটার মহাসড়ক উন্নয়নের কাজ চলছে। ফলে মহাসড়কের এই অংশে যানজট লেগেই থাকে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়